Bangladeshi actress srabonti biography of martin

  • Bangladeshi actress srabonti biography of martin
  • Bangladeshi actress srabonti biography of martin tn!

    ইপসিতা শবনম শ্রাবন্তী

    ইপসিতা শবনম শ্রাবন্তী

    জন্ম৪ এপ্রিল

    আজিমপুর, ঢাকা, বাংলাদেশ

    পেশাঅভিনেত্রী, মডেল
    দাম্পত্য সঙ্গীমোহাম্মদ খোরশেদ আলম (বি. ২০১০)
    সন্তান

    ইপসিতা শবনম শ্রাবন্তী একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। তিনি জোছনার ফুল টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং রং নাম্বার (২০০৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি সেরা নারী মডেল বিভাগে দুটি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

    প্রারম্ভিক জীবন

    [সম্পাদনা]

    শ্রাবন্তী ঢাকা জেলায় আজিমপুরে জন্মগ্রহণ করেন। তার মাতা মাহমুদা সুলতান। তার মাতা সিরোসিস ও বহুমূত্ররোগে ভোগে ২০২০ সালের ২০ অক্টোবর মৃত্যুবরণ করেন।[১]

    মাত্র সাড়ে তিন বছর বয়সে রাষ্ট্রীয় সফরে জাপান গিয়ে নেচেছিলেন শ্রাবন্তী। তিনি বিটিভিরনতুন কুঁড়ি অনুষ্ঠানে নৃত্য শাখায় বিজয়ী হন। পরবর্তীকালে তিনি সোমা মমতাজের কাছে ভরতনাট্যম শিখেন।[২]

    কর্মজীবন

    [সম্পাদনা]

    শ্রাবন্