Bangladeshi actress srabonti biography of martin
Bangladeshi actress srabonti biography of martin tn!
ইপসিতা শবনম শ্রাবন্তী
ইপসিতা শবনম শ্রাবন্তী | |
---|---|
জন্ম | ৪ এপ্রিল আজিমপুর, ঢাকা, বাংলাদেশ |
পেশা | অভিনেত্রী, মডেল |
দাম্পত্য সঙ্গী | মোহাম্মদ খোরশেদ আলম (বি. ২০১০) |
সন্তান | ২ |
ইপসিতা শবনম শ্রাবন্তী একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। তিনি জোছনার ফুল টিভি ধারাবাহিকে অভিনয়ের জন্য সেরা টিভি অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং রং নাম্বার (২০০৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি সেরা নারী মডেল বিভাগে দুটি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শ্রাবন্তী ঢাকা জেলায় আজিমপুরে জন্মগ্রহণ করেন। তার মাতা মাহমুদা সুলতান। তার মাতা সিরোসিস ও বহুমূত্ররোগে ভোগে ২০২০ সালের ২০ অক্টোবর মৃত্যুবরণ করেন।[১]
মাত্র সাড়ে তিন বছর বয়সে রাষ্ট্রীয় সফরে জাপান গিয়ে নেচেছিলেন শ্রাবন্তী। তিনি বিটিভিরনতুন কুঁড়ি অনুষ্ঠানে নৃত্য শাখায় বিজয়ী হন। পরবর্তীকালে তিনি সোমা মমতাজের কাছে ভরতনাট্যম শিখেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]শ্রাবন্